উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৭ ই মার্চ ২০২২ : সোমবার : কাঁঠালগুড়ি একরামিয়া সিনিয়ার মাদ্রাসা ৪৭ তম বার্ষিক ঊরস রাতে শুরু হবে মাদ্রাসা প্রাঙ্গনে। সেই ঊরসে দেখা গেল ফ্রেন্ড অফ ব্লাড সংস্থার পক্ষ থেকে ও একরামিয়া সিনিয়ার মাদ্রাসার সহযোগিতায় রক্তের গ্রুপ নির্নয় করতে।
শিলিগুড়ি ভেনাস ল্যাবরেটরি জয় সেন তথাবধানে ৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ফ্রেন্ডস অফ ব্লাডারের সদস্য মেহেবুব আলম জানালেন, আমাদের উদ্দেশ্য সংকটকালীন পরিস্থিতিতে রক্তের যোগান দিতে আমরা আমাদের সংস্থার সকল সদস্য ও স্বেচ্ছায় রক্তদাতাদের রক্তের গ্রুপ নির্ণয় করলাম যাতে প্রয়োজনে যার যেটা গ্রুপে সেটার রক্তের যোগান দিতে পারি এটাই মুল উদ্দেশ্য। তিনি সকল সমাজসেবী মানুষ কে রক্তের সংকট মিটাতে সকলকে এগিয়ে আসতে আহব্বান জানালেন। জানা গেছে, ফ্রেইন্ডস অফ ব্লাড সদস্যরা মানুষের প্রয়োজনে রক্তের সংকট মেটাতে সহযোগিতায় এগিয়ে আসেন সংস্থার সদস্যরা।