উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৭ ই মার্চ ২০২২ : সোমবার : মাধ্যমিক পরীক্ষা দিতে এসে এডমিট কার্ড হাতে না পেয়ে ১১ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসতে পারল না।
ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে মালবাজার সুভাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে। ছাত্রীরা অভিযোগ করে, তারা সব রকম ফিস জমা দেওয়ার পরও স্কুলের পক্ষ থেকে শুনেছিল যে তাদের এডমিট কার্ড যথাসময়ে চলে আসবে। কিন্তু সোমবার পরীক্ষা দিতে এসে তারা জানতে পারে যে তাদের ১১ জনের এডমিট কার্ড আসেনি। সে জন্য তারা পরীক্ষায় বসতে পারবে না। বিষয়টি নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয় ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে। এই বিষয়ে জিজ্ঞেস করলে প্রধান শিক্ষিকা সুমিতা দাস বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। রাজ্য সরকারের কাছে আমাদের আর্জি যারা এডমিট কার্ড হাতে পায়নি তাদের জন্য বিশেষ ভাবে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হোক। কারণ ছাত্রীদের একটি বছর নষ্ট করার কোন যুক্তি নেই।