উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৮ ই মার্চ ২০২২ : মঙ্গলবার : মঙ্গলবার নারী দিবস উপলক্ষে ময়নাগুড়ির ইউকো ব্যাঙ্কের তরফে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য ২ কোটি টাকা ঋন , মঞ্জুর করা হয়। এদিন বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ১৫ জন মহিলাকে ইউকো ব্যাঙ্কের তরফ থেকে সংবর্ধনা জানানো হয়। এছাড়াও এদিন উচ্চ শিক্ষার জন্য ছাত্রীদের ১ কোটি টাকার ঋন মঞ্জুর করা হয় ইউকো ব্যাঙ্কের ময়নাগুড়ি শাখার পক্ষ থেকে। যাতে ছাত্রীরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে অসুবিধা না হয়।
এই প্রসঙ্গে ইউকো ব্যাঙ্ক এর, এক সদস্যা অনামিকা গুহ বলেন, স্বনির্ভর গোষ্ঠির মহিলারা নিজেদের স্বনির্ভর করার জন্য কাজ করে গেছে তাদের আজ নারী দিবস উপলক্ষ্যে ব্যাঙ্কের তরফে সংবর্ধনা জানানো হয়। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে ২ কোটি টাকা ঋন মঞ্জুর করা হয় ব্যাঙ্কের তরফ থেকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ইউকো ব্যাংকের ম্যানেজার মনোরঞ্জন কুমার সহ অন্যান্য কর্মীরা।