উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৭ ই মার্চ ২০২২ : সোমবার : ময়নাগুড়িতে নির্বিঘ্নেই মাধ্যমিক এর প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হল। সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। সোমবার প্রথম দিনেই দুই বছর পর পরীক্ষা দিতে পেরে খুশি ময়নাগুড়ি পরীক্ষার্থীরা। এদিন পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ময়নাগুড়ির প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। এর ফলে নির্বিঘ্নে তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পেরেছে। এছাড়াও ময়নাগুড়ি জুড়ে পরীক্ষা চলাকালীন কোন অপ্রতিকর ঘটনাও ঘটেনি বলে জানা গেছে।
জানা গেছে, ময়নাগুড়ি পৌরসভার মাধ্যমিক পরীক্ষার্থীরা ময়নাগুড়ি গার্লস স্কুলের পরীক্ষা দিয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীরা জানিয়েছে, দুই বছর পর মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, এবার তারা পরীক্ষা দিতে পারছে। এই নিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী স্নেহা দাস বলেন, গত বছর মাধ্যমিক পরীক্ষা দাদা ও দিদিরা দিতে পারেনি, আমরা দিচ্ছি, তাই জীবনের প্রথম পরীক্ষা দিতে একটু নার্ভাস লাগছে। অন্যদিকে ময়নাগুড়ির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভকামনা ও জানানো হয়। এছাড়াও এদিন ময়নাগুড়ি পুলিশ প্রশাসনের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্য করা হয়।