উত্তরবঙ্গ নিউজ : মালদা : ৭ ই মার্চ ২০২২ : সোমবার : স্কুল সেরে বাড়ি ফেরার পথে পথে দুর্ঘটনায় গুরুতর আহত হলো এক স্কুল ছাত্রী। মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে সোমবার সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার বাধা পুকুর রেলগেট এলাকায়। আহত স্কুল ছাত্রী লক্ষ্মী ঘোষ (৫) চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারে রয়েছে বাবা রঞ্জিত ঘোষ মা রিঙ্কু ঘোষ।
অন্যান্য দিনের মতো সকালে বাধা পুকুর প্রাথমিক বিদ্যালয় থেকে মা রিঙ্কু ঘোষ এর সাথে বাড়ি ফিরছিলেন ওই স্কুলছাত্রী। রাস্তা পারাপার হওয়ার সময় কালিয়াচক এর দিকে দ্রুতগতিতে যাচ্ছিলো ম্যাজিক গাড়ি। সেই গাড়িতেই গুরুতর আহত হন ওই স্কুলছাত্রী। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা এতটাই আশঙ্কাজনক যে ওই স্কুলছাত্রীকে কর্মরত চিকিৎসকের কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ওই স্কুলছাত্রীর মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানান স্কুল ছাত্রীর বাবা রঞ্জিত ঘোষ।
অন্যদিকে ইংলিশ বাজার থানা কোতোয়ালি এলাকার কল্যাণপুরের বাসিন্দা রাম চন্দ্র দাস তার ছেলেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য মালদা শহরের দিকে আসছিলেন স্কুলে পৌঁছাতে নিজের মোটর বাইকে করে। সেই সময় স্টেশন রোড সংলগ্ন এলাকায় একটি অটো গাড়ি সজোরে তাকে ধাক্কা মারে। গুরুতর আহত হন ওই স্কুল ছাত্রের বাবা রাম চন্দ্র দাস। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই মাধ্যমিক পরীক্ষার্থী। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা।