উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : বানারহাট : ৭ ই মার্চ ২০২২ : সোমবার : সোমবার দুপুর ১১ টা ৩০ মিনিট নাগাদ বানারহাট ব্লকের সাকোয়াঝড়া-১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকায় খড় ভর্তি ভোটভোটিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, আফিজল নামে এক ব্যক্তি প্রধানপাড়া এলাকায় ভোটভোটিতে খড় ভর্তি করে আসছিল। ঠিক সেই সময় রাস্তার উপর বিদ্যুতের তারের সাথে খড়ের ঘসা লেগে শর্কসার্কিট এর কারনে আগুন লাগে। স্থানীয়দের চিৎকারে ভোটভোটি চালক দেখতে পায় তার খড় ভর্তি গাড়িতে আগুন লাগে। এর পর তিনি গাড়িটিকে নিরাপদ জায়গায় রাখেন। স্থানীয়রা খবর দেন ধূপগুড়ির দমকলকে। খবর পেয়ে ধূপগুড়ির দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায় এবং আগুন আয়ত্তে আনে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একেই ভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে, বিদ্যুৎ দপ্তরকে তার উঁচু করার জন্য বলা হয়েছে। কিন্তু তারা শুনেনি বলে এদিন ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসীরা।