উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৮ ই মার্চ ২০২২ : মঙ্গলবার : ঐতিহ্যবাহী জলপেশ মেলা সরকারী ভাবে দশ দিন চললেও মেলা থাকে দোল পূর্ণিমা পর্যন্ত। সোমবার রাতে জল্পেশ মেলা ছিল চোখে পড়ার মতন ভিড়, লক্ষ্য করা যায় মেলার শেষ দিন যত ঘনিয়ে আসছে উপচে পড়ছে ভিড়।
যদিও মেলা শেষ হতে আর দুদিন বাকি আছে, তাই উত্তরবঙ্গের শৈবতীর্থ জল্পেশ মেলা ভিড়ে জমজমাট, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভিড় জমান পুণ্যার্থীরা। মেলা কমিটি সূত্রে জানা যায়, শুধু উত্তরবঙ্গে নয় পার্শ্ববর্তী দেশ ভুটান নেপাল ও বাংলাদেশ থেকে মানুষ আসে এই মেলায়। যদিও প্রশাসনিকভাবে মেলা মাত্র দু দিন বাকি। তাই ব্যবসায়ীরা তাদের বিক্রি করার মালপত্র সেল দিয়ে বিক্রি করছেন। তাই ক্রেতারাও সেই সব জিনিস পত্র কিনতে ব্যস্ত। মেলায় আসা পুণ্যার্থীরা জানান, মেলার শেষ দিন যত ঘনিয়ে আসছে মেলায় ততো ভিড় বাড়ছে। খাবার দোকান থেকে আরম্ভ করে প্রসাধনী, হরেক রকমের দোকানগুলোতেও ভিড় ছিল লক্ষ করার মতন। সেই সঙ্গে মেলায় সরকারী সাংস্কৃতিক মঞ্চে ও ভিড় ছিল যথেষ্ট।