উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ৮ ই মার্চ ২০২২ : মঙ্গলবার : ইতিমধ্যেই চায়ে চুমুক দিয়েছেন কম বেশি সবাই, সংবাদ মাধ্যম মারফত এটাও জেনেছেন আজ আন্তর্জাতিক নারী দিবসের কথা, তবে এটা হয়তো খুব অল্প চা প্রেমীই জানেন যে উত্তরবঙ্গে চা উৎপাদনের ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা সেই নারীদের হাতেই।
বিশ্ব নারী দিবসে বাগানের নারী শ্রমিকদের ফুল মিষ্টি দিয়ে সন্মান জানালো কর্তৃপক্ষ। মঙ্গলবার জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগান কর্তৃপক্ষ একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করে আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যাদের হাতের জাদুতে ‘দুটি পাতা একটি কুড়ি’ বাগান থেকে উঠে এসে সুস্বাদু পানীয় রূপে আপনার সকালের পেয়ালায় পৌঁছে যায় সেই মহিলা চা শ্রমিকদের মিষ্টি মুখ করানোর পাশাপাশি ফুলের তোড়া উপহার দিয়ে সন্মান জানানো হলো।
এই প্রসঙ্গে চা বাগানের ডেপুটি ম্যানেজার জীবন চন্দ্র পান্ডে জানান, মূলত নারী শ্রমিকদের জন্যই আজ উত্তরবঙ্গের চা শিল্প সারা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তাই আজ মহিলা দিবসে সেই নারী শ্রমিকদের সন্মান জানাতে পেরে আমরা গর্বিত। অপরদিকে বাগানের শ্রমিক রুনা বরা জানান, আজকের এই বিশেষ দিনে বাগান কর্তৃপক্ষের থেকে আমাদের যে বিশেষ সন্মান দিয়েছে তাতে আমরা খুবই খুশি এবং আনন্দিত।