উত্তরবঙ্গ নিউজ : মালদা : ৭ ই মার্চ ২০২২ : সোমবার : পাঁচদিনের শিশু পুত্রকে কোলে নিয়ে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। জেলা শিক্ষা দপ্তরের তরফ থেকে হাসপাতালের বেডে তার জন্য আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। কড়া পুলিশি প্রহরায় পরীক্ষা দিল মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী সিদ্দিকা খাতুন। প্রথম পরীক্ষা শেষে সিদ্দিকা জানায় ভাল হয়েছে পরীক্ষা।
মালদা ইংরেজবাজার ব্লকের শোভানগর চন্ডীপুরের বাসিন্দা সিদ্দিকা এবার শোভানগর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষার্থী। তবে পরিবারের লোকেরা তার বিয়ে দেয় দেড় বছর আগে। গত ২ রা মার্চ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয় সিদ্দিকা খাতুন। ৪ ঠা মার্চ একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তবে জন্মের পর পুত্র সন্তানের ওজন কম থাকায় চিকিৎসকেরা সদ্যোজাতকে সিসিইউ’তে রেখেছে। হাসপাতালের বেডে রয়েছেন সিদ্দিকা খাতুন। বর্তমানে সিদ্দিকার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। পরীক্ষার প্রস্তুতি ও শুরু করেছিল সিদ্দিকা। হাসপাতালের বেডে শুধু শুধু বসে রয়েছে তাই পরিবারের সাহায্যে ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। তারপরেই জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিলেন তিনি। পরীক্ষাগুলো হাসপাতালের বেডে বসে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে সিদ্দিকা খাতুন। হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিতে পারায় খুশি পরিবারের লোকেরা।