উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৮ ই মার্চ ২০২২ : মঙ্গলবার : মাধ্যমিক পরীক্ষার কারণে আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত প্রাথমিক বিদ্যালয় ক্লাস সকালে হচ্ছে। কিন্তু মঙ্গলবার স্কুলে এসেই শিক্ষকদের চক্ষু চড়ক গাছ। স্কুলে এসেই দেখেন স্কুল ঘরের তালা ভাঙা। ভিতরে প্রবেশ করতেই মদের বোতল সহ বিভিন্ন নেশা জাত দ্রব্য এবং উপকরণ চোখে পড়ে।
স্কুল সূত্রে জানা গেছে, এর আগেও এরকম দেখতে পেয়েছেন তারা। এদিন সকালে ছেলেকে রাখতে এসে এক অভিভাবকের নজরে পরে এই ঘটনাটি। এরপর শিক্ষকরা আসলে বিষয়টি জানান। অভিভাবক দিলীপ রায় বলেন, স্কুলের ক্লাস রুমে তালা ভেঙে এই ধরণের নেশার আসর মেনে নেওয়া যায় না। এই ধরণের অসামাজিক কাজের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানাই। অন্যদিকে প্রাথমিক স্কুলের দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ দত্ত বলেন, এর আগেও এই ধরণের ঘটনা হয়েছিল। কে বা কাহারা এই ধরণের অসামাজিক কাজ করেছে জানা নেই। যেহেতু আমরা দূরের থেকে আসি। এই ধরণের ঘটনা ঘটতে থাকলে আমাদের প্রয়োজনীয় নথিও চুরি যাওয়ার আশঙ্কা থাকে। যদিও এই বিষয়ে ময়নাগুড়ি থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।