উত্তরবঙ্গ নিউজ : মালদা : ৯ ই মার্চ ২০২২ : বুধবার : ট্রাক্টর উল্টে গিয়ে মৃত্যু হল এক নাবালক ছাত্রের। ঘটনায় আহত আরও চারজন। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার তোফি এলাকায়।
জানা গেছে মৃত ওই নাবালক ছাত্রের নাম আহাত আলী, বয়স ১২, বাড়ি ওই এলাকাতেই। পরিবার সূত্রে জানা যায় গোবর বোঝাই করে একটি ট্রাক্টর স্থানীয় একটি জমিতে যাচ্ছিল। ঠিক সেই সময় তোফি এলাকায় ট্রাক্টরটি উল্টে যায়। ট্রাক্টরের নিচে চাপা পড়ে যায় ওই নাবালক ছাত্র সহ পাঁচ জন। এরপর তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা ওই নাবালক ছাত্রকে মৃত বলে ঘোষণা করে।