উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ৯ ই মার্চ ২০২২ : বুধবার : বুধবার জলপাইগুড়ি দিনবাজারে রীতিমতো হুড়োহুড়ি, প্রাতঃভ্রমণকারী থেকে কাপড় ব্যবসায়ী সবাই ছুটছে মাছ বাজার অভিমুখে, কারণ তিস্তা নদীতে জালে উঠেছে এক পেল্লাই মাপের বোয়াল মাছ, যার ওজন পনেরো কেজি। আর এতেই হইচই জলপাইগুড়ি মাছ বাজারে। নিলামে মাছটি কিনে নিয়েছেন মতিয়ার রহমান, তিনি জানালেন, এটি তিস্তা নদীর মাছ এর চাহিদা রয়েছে, ভালো দামেই বিক্রি হবে, ইতিমধ্যে বহু ক্রেতা ভিড় করেছেন মাছটি নিতে।