উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি-ময়নাগুড়ি : ৯ ই মার্চ ২০২২ : বুধবার : বুধবার সকালে জলপাইগুড়ি পাহারপুর সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডের সামনে থাকা রেল লাইনে বিদ্যুৎ সংযোগের কাজ করছিল কয়েকজন শ্রমিক। কাজ প্রায় শেষের দিকে এমন অবস্থায় আচমকাই বিদ্যুৎ সংযোগ করা হলে বিদ্যুৎ পিষ্ট হয় ৩ জন শ্রমিক। এদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যায়। যখম আরও দুই শ্রমিককে উদ্ধার করে নিয়ে আসা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে দুজনকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় বলে খবর।
মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি পাহার পুর এলাকায়। তিস্তা ব্রিজের কাছে রেলের বৈদ্যুতিক তারে সক্ খেয়ে মৃত্যু হল একটি ইঞ্জিনিয়ারের, তার নাম নিশাকর চন্দ্র কুমার, বয়স ২৮; গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার নাম অভিনাশ কুমার। বেসরকারি নার্সিংহোমে আর এক জনের মৃত্যু হয় বলে জানা যায়, তার নাম অনিল কুমার সিং। তাদের বাড়ি বিহারে, তারা সকলেই রেলের কাজে কর্মরত ছিল। তাদের মধ্যে একজন রেলের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার অপর দু’জন টেকনিশিয়ান। মৃতদেহগুলি তদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানা যায়। ঘটনার তদন্ত করছে ময়নাগুড়ি জিআরপি।