উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১০ ই মার্চ ২০২২ : বৃহস্পতিবার : ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শহরবাসী। সকাল সকাল রাস্তা ফাঁকা থাকার ফলে একটি মাল বোঝাই লরির সামনের চাকা খুলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড় ট্রাফিক পয়েন্টে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও স্বাভাবিক ভাবেই চিন্তায় রয়েছেন শহরবাসী। তাদের অভিযোগ, রাতভর মাল বোঝাই ভারী গাড়ি এই এলাকায় দ্রুতগতিতে দাপিয়ে বেড়ায় যার ফলে চিন্তিত এলাকাবাসী। দীর্ঘক্ষন দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটকে থাকায় স্বাভাবিক ভাবেই যানজটের সৃষ্টি হয়েছে। তবে দ্রুত গতিতে গাড়িটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রশাসন । ঘটনাস্থলে পৌছায় কোতোয়ালি থানার পুলিশ।