উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১০ ই মার্চ ২০২২ : বৃহস্পতিবার : বিশেষ চাহিদা সম্পন্ন ও বয়স্ক নাগরিকদের নিত্যদিনের চলার পথে সাহায্য করবে এরকম প্রয়োজনীয় সহায়তা সরঞ্জাম প্রদানের চিহ্নিতকরণ শিবির অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। বৃহস্পতিবার জেলা সমাজ কল্যাণ দপ্তর ও এলিমকো-র (কোলকাতা) যৌথ উদ্যোগে এবং রেডক্রস সোসাইটির সহযোগিতায় এই শিবির।
ভারতীয় কৃত্রিম অঙ্গ নির্মাণ নিগম সংস্থা তরফে সঞ্জয় মন্ডল বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ও বয়স্ক নাগরিকদের ৬০ বছরের (উদ্ধে) তাদের নিত্যদিনের চলার পথে সাহায্য করবে এরকম সহায়তা সরঞ্জাম প্রদানের চিহ্নিত করণের শিবির। তিনি আরও বলেন, শিবিরে পরীক্ষা করে প্রয়োজনীয় প্রেসক্রিপশন করে দেওয়া হবে। পাশাপাশি রেজিস্ট্রেশন এবং একজামিন করা হচ্ছে। এরপর একনলেজমেন স্লিপ দেওয়া হচ্ছে সেখানে নাম এবং কে কী উপকরণ পাবে সেটা লেখা থাকবে। এরপর আবার এই ধরনের শিবির করে সহায়তা সঞ্জরাম প্রদান করা হবে।