উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১০ ই মার্চ ২০২২ : বৃহস্পতিবার : হোলির ঠিক আগে হরিণের মাংস সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
বুধবার দুপুরে নর্থ ইনডং এলাকা থেকে হরিণের মাংস সহ ওই দুই ব্যাক্তিকে আটক করে গরুমাড়া নর্থ রেঞ্জে নিয়ে আসে বনদপ্তর। জানা গেছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে গরুমাড়া নর্থ রেঞ্জের রেঞ্জার সুদীপ দে এবং বনকর্মীরা ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। সেই সময় বাড়িটিতে হরিণের মাংস রান্না করা হচ্ছিল। বেশ কিছুটা কাঁচা মাংসও ছিল। সেই বাড়ি থেকে কাঁচা ও অর্ধ সেদ্ধ হরিণের মাংস সহ দুই ব্যাক্তিকে বনকর্মীরা নিয়ে আসে চালসার গরুমারা নর্থ রেঞ্জে। এরপর গরুমারার প্রশিক্ষিত কুকুর অরল্যান্ড কে নিয়ে এসে নর্থ ইনডং এলাকায় অভিযান চালানো হয়। আসেন গরুমারার এ.ডি.এফ.ও. রিয়া গাঙ্গুলি। বনদপ্তর সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে। তবে হোলির আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।