উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১০ ই মার্চ ২০২২ : বৃহস্পতিবার : চা-বাগানের স্টাফ ও সাব-স্টাফদের মজুরি বৃদ্ধির দাবিতে চতুর্থ তথা শেষ দিনের কর্মবিরতি হলো মালবাজার মহকুমা জুড়ে।বৃহস্পতিবার সকালেও চা বাগানের স্টাফ ও সাব স্টাফ জয়েন্ট কমিটির তরফে ডুয়ার্সের বিভিন্ন চা-বাগানে ৪ ঘন্টা কর্মবিরতি করা হয়। এদিন সকালে বাগানের ফ্যাক্টরির গেটের সামনে জমায়েত হয়ে ওই কর্মবিরতি পালন করা হয়। আজ সকালে মাল ব্লকের এলেনবাড়ি এবং ওদলাবাড়ি চা-বাগানে একটি বিরাট মিছিল বের হয়। এই র্যালীতে বিভিন্ন দাবির ভিত্তিতে স্লোগান দেওয়া হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় স্টাফ এবং সাব-স্টাফেরা। জানা যায়, বেশ কয়েকবার স্টাফ ও সাব স্টাফদের যাবতীয় দাবি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হলেও সমস্যার কোনো সমাধান হয় নি। স্টাফ ও সাব-স্টাফদের দাবি, অবিলম্বে তাদের মজুরি বৃদ্ধি করতে হবে। চা-বাগান কতৃপক্ষ তাদের ওপর শোষণ করছে। তারা যেটা পারিশ্রমিক হিসেবে পান, তা দিয়ে সংসার চলছে না। অথচ জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে। এছাড়াও কর্মীদের অবসরের বয়স ৬০ করা সহ নানান দাবি রয়েছে। আজ ছিলো এই আন্দোলনের চতুর্থ তথা শেষ দিন।