উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১১ ই মার্চ ২০২২ : শুক্রবার : রাজ্যের মুখ্যমন্ত্রী ময়নাগুড়িকে পৌরসভা গঠন করে দিয়েছেন। ময়নাগুড়িবাসীর বহু আকাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করেছেন তিনি। ইতিমধ্যেই শেষ হয়েছে ময়নাগুড়ি পৌরসভার নির্বাচন। ফলাফলও প্রকাশিত হয়েছে। পৌরসভা দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এখনও গঠন হয়নি বোর্ড।
সূত্রের খবর যে খুব দ্রুতই গঠন হবে ময়নাগুড়ি পৌরসভার বোর্ড। আর এই অবস্থায় পৌরসভার কাজকর্ম চলছে অস্থায়ী ভবনে। ময়নাগুড়ি পৌরসভা গঠনের পর ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় তলে অস্থায়ী ভাবে তৈরি করা হয়েছে ময়নাগুড়ি পৌরসভার অফিস। কিন্তু বর্তমানে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর দায়িত্ব অনেক বেড়েছে। ফলে সেই আঁটোসাঁটো কক্ষে মানুষকে পরিষেবা দিতে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কাউন্সিলরদের। জানা গেছে, ময়নাগুড়ি শিশু উদ্যানের সামনের ফাঁকা জায়গায় নির্মিত হবে ময়নাগুড়ি পৌর অফিস ঘর। আর সেই কারণে জমির সমস্যা সমাধান হলেই দ্রুত কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে ময়নাগুড়ি ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ রায় বলেন, ময়নাগুড়িবাসীর স্বপ্ন পূরণ হয়েছে। ফলে ময়নাগুড়ির মানুষদের উন্নয়নকে সামনে রেখে আমরা কাজ করবো। আর তাতে আমাদের আপাতত কাউন্সিলরদের বসার জায়গা না থাকলেও কোনো সমস্যা নেই। যাতে মানুষ পরিষেবা পায় সেটাই আমাদের দেখতে হবে। তিনি আরও বলেন, আমাদের পৌর অফিস ঘরের কাজ খুব শীঘ্রই শুরু হবে, ইতিমধ্যে তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।