উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১১ ই মার্চ ২০২২ : শুক্রবার : সরকারী ভাবে শেষ হলো ঐতিহ্যবাহী জল্পেশ মেলা।
উল্লেখ্য, শিব চতুর্দশী উপলক্ষ্যে উত্তরবঙ্গের প্রাচীন এবং সর্ব বৃহৎ জল্পেশে মেলার আসর বসে। এবারেও বসেছে মেলা, পসরা সাজিয়ে বসেছে দোকান পাট। তবে সরকারী ভাবে মেলার অনুমতি দশদিন। আর তার শেষ হলো বৃহস্পতিবার। গত ১ মার্চ থেকে মেলা শুরু হয় জল্পেশে। তবে গত দু বছর ধরে করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে এবার জমজমাট মেলা হয়েছে বলে দাবি পূর্নার্থী থেকে শুরু করে ব্যবসায়ীরা। তবে সরকারী ভাবে মেলা বৃহস্পতিবার থেকে শেষ হলেও ভাঙা মেলা চলবে দোল পর্যন্ত।