উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১১ ই মার্চ ২০২২ : শুক্রবার : গভীর রাতে দূরপাল্লার লরি থেকে তেল চুরির ঘটনা ঘটলো শুক্রবার।
জানা গেছে ময়নাগুড়ির বটতলা এলাকার একটি পাম্পে রাত্রি যাপনের জন্য দুটি দূর পাল্লার লরি দাঁড়ায়। সেই সময় গাড়িতেই ঘুমিয়ে পড়েন চালক। এই অবস্থায় দুটি গাড়ি থেকে প্রায় ৪৫০ লিটার তেল চুরি হয়ে যায়। জানা গেছে, এদিন দুটি গাড়ির এই তেল চুরির ঘটনা ঘটে। যদিও পাম্পের সিসিটিভি ক্যামেরায় ভিডিও রেকর্ড হয়েছে। এখনো থানায় এই বিষয়ে কোনো অভিযোগ জমা পরে নি। এক লরি চালক বলেন, গাড়িতে কাঁচামাল আছে, থানায় অভিযোগ জানালে আমাদের হয়রানির শিকার হতে হবে, ফলে আমাদের কাঁচামাল নষ্ট হয়ে যাবে।