উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১১ ই মার্চ ২০২২ : শুক্রবার : শুক্রবার মালবাজার মহকুমা মেটেলি ব্লকের আইভিল চা-বাগানে চিতাবাঘের হামলায় জখম হলো দুই চা-বাগান শ্রমিক। এক জন পুরুষ, অপর একজন মহিলা।
এই ঘটনায় গোটা চা-বাগানে চিতাবাঘের আতঙ্ক তৈরি হয়েছে। আহত এক শ্রমিক অমিত ওঁরাও এর বাড়ি আইভিল চা-বাগানের গাজলডোবা লাইনে ও আহত মহিলা শ্রমিক নিরুপা বাগের বাড়ি বাগানের তানিস লাইনে। জানা যায়, এদিন তারা বাগানের নয়া কামান ১৮ নম্বর সেকশনে কাজ করছিলেন। ওই সময় চা-বাগানের ঝোপ থেকে একটি চিতাবাঘ প্রথমে অমিত ওঁরাও কে আক্রমণ করে।
তার কিছুক্ষণ পরেই নিরুপা বাগের ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। তাদের চিৎকারে ভয় পেয়ে চিতাবাঘটি আবার বাগানে ঝোপে ঢুকে যায়। এরপর অন্যান্য শ্রমিকেরা প্রথমে আহত অমিত ওড়াও কে এবং পরে নিরুপা বাগেকে বাগানের এম্বুলেন্সে করে নিয়ে যায় বাগানের হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। হাসপাতালে আসেন বাগানের ওয়েলফেয়ার অফিসার রাজেন বড়াইকও। বাগানের ওয়েলফেয়ার অফিসার রাজেন বড়াইক বলেন, কয়েকদিনের ব্যাবধানে দুজন চা শ্রমিককে ঘায়েল করেছে চিতাবাঘটি। বর্তমানে ওই সেকসনে কাজ বন্ধ আছে। বন দপ্তরকে বলা হয়েছে এলাকা ঘুরে দেখবার জন্য। তিনি আরও বলেন, বিগত দিনে এই চা-বাগান থেকে ৪-৫ টা চিতাবাঘ খাঁচাবন্দি করে নিয়ে গেছে বন দপ্তর। এখনও বাগানে খাঁচা পাতা আছে। দেখা যাক খাঁচা বন্দি হয় কিনা চিতাবাঘটি।
শ্রমিকদের দাবী, চিতাবাঘের জন্য বাগানে কাজ করতে পারছি না। কপালের জোরে আজ দুই জন শ্রমিক বেচে গেলো। শ্রমিকদের দাবী অবিলম্বে বাগানে চিতাবাঘকে খাঁচা বন্দি করে নিয়ে যাক বন দপ্তর।