উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১১ ই মার্চ ২০২২ : শুক্রবার : করোনার গ্রাফ নিম্নমুখী হওয়ার কারনে, আবার ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে বাংলা সিনেমার শুটিং। এদিন মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত মানাবাড়ি চা-বাগানে চলছে শুটিং। ডিপো পাড়ার পাশে মানাবাড়ি চা-বাগান। আর সেই চা-বাগানে সকাল থেকে চলছে বাংলা সিনেমার শুটিং। আর শুটিং দেখতে সাধারন মানুষ ভিড় করছে এলাকা। বাদ যায় নি মাধ্যমিক পরীক্ষা দিতে আসা স্কুল ছাত্র-ছাত্রীরাও। যেখানে শুটিং হচ্ছে তার খুব কাছে দুটি স্কুলে চলছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার আগেই বাংলা সিনেমার শুটিং দেখতে ব্যস্ত ছাত্র-ছাত্রীরা।
জানা গেছে ডিপো পাড়া এলাকায় একটি বহু পুরনো কাঠের বাড়িতে আগামী ৪-৫ দিন শুটিং হবে। শুটিংয়ের সমস্ত ইউনিট ইতিমধ্যে চলে এসেছে। এই সিনেমার নায়কের ভুমিকায় থাকছে অঙ্কুশ হাজরা, তবে নায়িকার পরিচয় জানা যায় নি। এখনই সাংবাদিকদের কিছু বলতে চাইছে না, এই সিনেমার দায়িত্বে থাকা মানুষেরা। স্থানীয় সুত্রে জানা গেছে, সিনেমার নাম হতে পারে সিকারপুর।