উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১১ ই মার্চ ২০২২ : শুক্রবার : এক ব্যাক্তির খুনের ঘটনায় মালবাজার মহকুমার নাগ্রাকাটা ব্লকের কেরন চা-বাগান এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার সকালে এই চা-বাগানের গেট লাইনে রাস্তার ওপর রক্তাক্ত মৃত অবস্থায় স্থানীয় মানুষ এই মৃতদেহ দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় নাগ্রাকাটা থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে বিশাল পুলিশবাহিনী।
স্থানীয় মানুষ এবং পুলিশের অনুমান এই ব্যাক্তিকে খুন করা হয়েছে। মৃত ব্যাক্তির নাম কাঞ্ছা অসুর(৫০)৷ মৃত ব্যাক্তির বাড়ি ক্যারন চা-বাগানে বলে জানা গেছে। এরপর মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়িতে ময়নাতদন্তের জন্য পাঠায় নাগ্রাকাটা থানার পুলিশ। জানা গেছে, মৃত ব্যাক্তি ক্যারন চা-বাগান এলাকায় মজদুরির কাজ করতো। পুলিশ জানিয়েছে ময়না তদন্তের পর সঠিক কারন জানা যাবে। এর পেছনে কে রয়েছে তা তদন্ত করে দেখছে নাগ্রাকাটা থানার পুলিশ।