উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১২ ই মার্চ ২০২২ : শনিবার : শনিবার ময়নাগুড়ি সুভাষনগর এর ১৩ নম্বর ওয়ার্ডে আনুমানিক বেলা দেড়টা নাগাদ এক দূঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুপ্রিয় মুখশুদ্ধির বাড়িতে চুরির ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণে জানা যায় শনিবার বেলা দেড়টা নাগাদ সুপ্রিয় বাবুর বাড়িতে এক ব্যক্তি মাক্স পড়া অবস্থায় বাড়ির তিনতলায় উঠে একটি ঘর থেকে লকার ভেঙে কয়েক লক্ষ টাকার সোনা সহ নগদ ৩০০০০ টাকা নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতিকারী। বাড়ির মালিক সুপ্রিয় বাবু জানান, কাজের সুবাদে তিনি ময়নাগুড়ি বাজারের নিজস্ব অফিসে ছিলেন। ঘটনার খবর পাওয়ার পরেই তিনি বাড়িতে চলে আসেন এবং পুলিশকে খবর দেন।
তিনি আরও জানান, বাড়ির সবাই সেই সময় তিনতলায় ছিলেন না। বাড়ির অন্য তলায় সবাই ছিল সেই ফাঁকেই এই ঘটনাটি ঘটায় দুষ্কৃতি। দুষ্কৃতিকারীদের মধ্যে একজনকে দেখা যায় বাড়ির সিসি ক্যামেরায়। সঙ্গে আরও ছিল কেউ আছে কিনা তা তাদের জানা নেই। এই ঘটনায় সুভাষনগর ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও আতঙ্কিত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাড়ি সি.সি. টিভি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ দুষ্কৃতিকারীকে চিহ্নিত করার চেষ্টা করছে। বাড়ির গৃহবধূ স্মৃতিকণা মুখশুদ্ধি বলেন, এই ধরনের ঘটনা এই ওয়ার্ডে এর আগে কখনো ঘটেনি। তিনি আরও বলেন, তার স্বামী একজন ব্যবসায়ী, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। সোনা এবং ক্যাশ টাকা মিলে কয়েক লক্ষ টাকার জিনিস নিয়ে গেছে। তিনি আরও দাবি করেন, এই ঘটনা কোনো চেনাজানা মানুষই করেছে বলে তার ধারণা। কারণ এই ভাবে সমস্ত জিনিস চুরি, চেনা-জানা লোক ছাড়া করা সম্ভব নয়। তিনি আরও বলেন, এ ব্যাপারে ময়নাগুড়ি থানায় অভিযোগ জানানো হয়েছে।