উত্তরবঙ্গ নিউজ : মালদা : ১২ ই মার্চ ২০২২ : শনিবার : খবরের জেরে নড়েচড়ে বসল জেলা পুলিশ প্রশাসন, হাতে বন্দুক নিয়ে ছবি ভাইরাল, ওই যুব নেতা কে থানায় তলব করে জিজ্ঞাসাবাদ, বাজেয়াপ্ত করা হয়েছে বন্দুক।
তবে পুলিশ জানিয়েছে বন্দুকটি পাখি শিকার করার ইয়ার গান। উল্লেখ্য, বন্ধুক নিয়ে ছবি ভাইরাল হওয়ায় সোরগোল পরে যায়। শুরু হয় রাজনৈতিক তরজা। নড়েচড়ে বসে মালদা জেলা পুলিশ। এরপরই হরিশচন্দ্রপুর থানার পুলিশ ডেকে পাঠায় ওই যুব নেতা গোলাম সিরাজ উদ্দিন আলী ওরফে পুকালু খানকে। হরিশচন্দ্রপুর থানার আই সি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, বন্ধুকটি এয়ারগান। সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই যুব নেতাকে।