উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৩ ই মার্চ ২০২২ : রবিবার : ময়নাগুড়ি মাড়োয়ারি জনকল্যাণ সমিতির ভবনে আসন্ন দোল উৎসব নিয়ে প্রশাসনিক বৈঠক হলো। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, সহ ময়নাগুড়ি পৌরসভার ১৭ টি ওয়ার্ডের বিভিন্ন কাউন্সিলররা, সেই সঙ্গে বিভিন্ন ক্লাবের সদস্য ও ময়নাগুড়ি ব্যবসায়ীরা।
এদিন আসন্ন দোল উৎসব যাতে শান্তিপূর্ণ ভাবে পালন করা হয় সে দিকটা সকলকে নজর রাখতে হবে। এদিন বিভিন্ন বক্তারা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। এই অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল হোলির দিনে ভিন্ন ধর্মাবলম্বীর মানুষ হোলি উৎসবে মেতে উঠে হোলিকে কেন্দ্র করে কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য ময়নাগুড়ি পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন উপস্থিত সকল কাউন্সিলর এবং সরকারি প্রতিনিধিরা। হোলি উৎসবকে কেন্দ্র করে যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে। সেই সঙ্গে বিভিন্ন মদের ঠেক গুলিতে আগে থেকেই প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয় । এই উৎসবকে কেন্দ্র করে যাতে করে একজনের আনন্দ অপরকে নিরানন্দ না করে সেদিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে কোন ব্যবসায়ী যাতে কোন ভেজাল আবির না বিক্রি না করে সেই দিকেও ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে।