উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৩ ই মার্চ ২০২২ : রবিবার : চার রাজ্যে বিজেপির ফল ভাল হলেও। পশ্চিম বাংলায় তার কোন প্রভাব পরেনি। জানালেন মাল ব্লকের তৃণমূল নেতা কর্মিরা। তার উদাহরণ স্বরুপ, বিজেপি থেকে ঝাঁকে ঝাঁকে তৃণমূলে যোগদান পর্ব চলছে মালবাজার মহকুমা জুড়ে, দাবি তৃণমূল নেতৃত্বের।
শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত মাল ব্লকের ওদলাবাড়ির হিন্দি স্কুল এলাকায় এক সভা করে তৃণমূল নেতা কর্মিরা। উপস্থিত ছিলেন মাল ব্লকের তৃণমূল কংগ্রেস এর ব্লক সভাপতি তমাল ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী এবং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল এর অঞ্চল সদস্যরা। এদিন ব্লক সভাপতি বলেন, চার রাজ্যে বিজেপির জয়লাভ হলেও, পশ্চিমবঙ্গে বিজেপির কোন স্থান নেই। এদিন এলাকার বিজেপির বড় বড় নেতা কর্মিরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। গ্রাম পঞ্চায়েতের ভোটের আগে মালবাজার ব্লক জুড়ে বিজেপি শূণ্য করবো। ব্লকের কোন গ্রাম পঞ্চায়েতে বিজেপি একটি আসন পাবে না। মানুষ মমতা ব্যানার্জি-র উন্নয়নকে ভোট দেবে। এদিন গজলডোবা, হিন্দি স্কুল পাড়া থেকে বিজেপি এবং সিপিএম থেকে প্রায় ২০০ জন তৃণমূল যোগদান করেছে। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী বলেন, এত দিন বিজেপি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আটকে রেখেছিলো কিন্তু তারা বুঝতে পেরেছে বিজেপিতে থেকে এলাকার উন্নয়ন সম্ভব নয়। তাই দলে দলে বিজেপি কর্মিরা তৃণমূলে যোগদান করছে। বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারী দুর্গা সরকার, বাবলু চাকলাদাদের বক্তব্য বিজেপিতে বহুদিন ছিলাম কিন্তু এলাকার উন্নয়ন হয় নি। তাই তৃণমূল-এ যোগাদান করছি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নে সামিল হতে পেরে ভাল লাগছে। পঞ্চায়েত ভোটে তৃণমূল সব গ্রাম পঞ্চায়েতে বিপুল ভোটে জয়ী হবে।