উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৩ ই মার্চ ২০২২ : রবিবার : চার রাজ্যে বিজেপির বিরাট জয়। সেই খুশিতে রবিবার ওদলাবাড়ি কৃষ্ণ মন্দির প্রঙ্গনে আনন্দে মেতে উঠলো মাল উত্তর মন্ডলের বিজেপির নেতা কর্মিরা, চলে মিষ্টি মুখের পালা। তবে এদিন বিজেপির ওদলাবাড়ি থেকে একটা ছোট র্যালী করার কথা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে র্যালীর অনুমতি দেওয়া হয় নি বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ। এরপর ওদলাবাড়ি কৃষ্ণ মন্দিরের প্রাঙ্গনে বিজয় উল্লাসে মেতে ওঠে বিজেপির নেতা কর্মিরা। চলে বিজেপির বিরাট সাফল্যের জন্য স্লোগান।
জেলার এস.টি. মোর্চার প্রেসিডেন্ট অখিল সরকার বলেন, আজ আমরা ভিষন খুশি। কারন তিন দিন আগে চার রাজ্যে বিজেপি জয় লাভ করেছে। গত কয়েকদিন পাঁচ রাজ্যে ভোট হয়েছে কিন্তু কোথাও কোন অশান্তির খবর পাওয়া যায় নি কিন্তু পশ্চিম বাংলায় ভোট হলেই শুরু হয়ে যায় অশান্তি, মারামারি। পশ্চিম বাংলায় মানুষ দেখলো কি ভাবে অন্য রাজ্যে শান্তিপূর্ণ ভাবে ভোট হয়। আর শান্তিমত ভোট হলেই বিজেপির জয়কে আটকাতে পারবে না। আমরা কিছুদিন আগে দেখেছি পশ্চিম বাংলায় কি ভাবে পুরসভার ভোট হয়েছে। ছাপ্পা ভোট এবং বুধ দখল করে তৃণমূল নেতারা ভোট দিয়েছে। তৃণমূল নেতারা বলছে রাজ্যে অনেক উন্নয়ন হয়েছে, তা হলে সাধারন মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে কেন তৃণমূলিরা। তারা কি বুঝতে পেরেছে, আসলে তৃণমূলকে সাধারন মানুষ আর চায় না। তিনি আরও বলেন, আমরা কিছুদিনের মধ্যে পঞ্চায়েত ভোটের তোড়-জোড় শুরু করে দেব। আমাদের আশা, পঞ্চায়েত ভোটে তৃণমূল সন্ত্রাস না করলে বহু গ্রাম পঞ্চায়েত আমরা দখল করবো।