উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৩ ই মার্চ ২০২২ : রবিবার : বিভিন্ন দাবি নিয়ে দরবার করলো ময়নাগুড়ির দোমহনী নাগরিক মঞ্চ।
রবিবার ময়নাগুড়ির দোমহনী বাজারে এই সভা করেন তারা। মূলত ছয় দফা দাবিকে কেন্দ্র করে আন্দোলনে নামেন তারা। দোমহনী স্টেশন, নিউ দোমহনী স্টেশন ও দোমহনী ওয়াই লেগকে একত্রিত করে বহুমুখী জংশনের দাবি তোলেন তারা। এই এলাকার স্টেশনগুলিকে নিয়ে হেরিটেজ স্টেশন করার দাবি তোলেন দোমহনী নাগরিক মঞ্চ। এমনকি ওয়ার্কশপ খোলা সহ দূর পাল্লার ট্রেনের থামার দাবি তোলেন। বিশেষত চ্যাংড়াবান্ধা-হলদিবাড়ি স্টেশন দুটিকে তিস্তা নদীর উপর সেতু নির্মাণ করে সংযুক্ত করতে হবে বলে দাবি তোলেন দোমহনী নাগরিক মঞ্চ।