29.6 C
New York
Tuesday, July 8, 2025

Buy now

spot_img

মিছিলের মধ্য দিয়ে রাজ্য সরকারী পেন্সানার্স সমিতির ২০ তম জেলা সম্মেলন শুরু।

উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১৩ ই মার্চ ২০২২ : রবিবার : রবিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী পেন্সানার্স সমিতির জলপাইগুড়ি জেলা শাখার ২০ তম (দ্বাদশ দ্বি-বার্ষিক) জেলা সম্মেলন শহরের কর্মচারী ভবনে অনুষ্ঠিত হয়। মিছিলের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয় সকাল ১০টায়। সম্মেলন উদ্বোধন করেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলার সম্পাদক  মনোজিত দাস। উপস্থিত ছিলেন পেনশনার্স সমিতির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি  অসীম ব্যানার্জী ও উজ্জ্বল দত্তগুপ্ত।

সম্মেলনে উপস্থিত ১৭৫ জন প্রতিনিধির মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জীবন-জীবিকার বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন ব্লক থেকে আগত ২২ জন প্রতিনিধি। বকেয়া ২৮% মহার্ঘ রিলিফ, বিধিবদ্ধ পেনশন ব্যবস্থা চালু করা, নূতন পেনশন ব্যবস্থা বাতিল করা, মূল্যবৃদ্ধি রোধ, সব বেকারের চাকুরী, সম-কাজে সম-বেতন, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিক্রি বন্ধ করা প্রভৃতি দাবী সম্মেলন থেকে, বলে জানালেন সংগঠনের সম্পাদক কাজল রায় চৌধুরী। কাজল বাবু আরও বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের মানুষ মারা নীতির ফলে আজ অবসরপ্রাপ্ত কর্মচারীরা দিশেহারা। সদ্য অবসরপ্রাপ্তদের পেনশনের ফাইল সরছে না ছেলে-মেয়েদের চাকরি নেই একজন অবসরপ্রাপ্ত কর্মচারী অনেক ক্ষেত্রে বাধ্য হচ্ছেন নতুন কাজের খোঁজ করতে। এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের দেশ বিক্রীর চক্রান্তের প্রতিবাদে আগামী ২৮ ও ২৯ শে মার্চের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ডাকা সাধারণ ধর্মঘটকে সর্বাত্মক ধর্মঘটে পরিণত করতে পথে নামবে অবসরপ্রাপ্ত কর্মচারীরা। সম্মেলনের শেষে কাজল রায় চৌধুরীকে সভাপতি, গৌরাঙ্গ রায়কে সম্পাদক ও সুশান্ত চৌধুরীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৭১ জনের নবনির্বাচিত জেলা কমিটি গঠিত হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,878FansLike
3,912FollowersFollow
14,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

সাম্প্রতিক খবর

error: Content is protected !!