উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৪ ই মার্চ ২০২২ : সোমবার : কেন্দ্রীয় বাজেটে ই.পি.এফ. -এ সুদের হার কমানোর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ পালন করা হলো।
আজ আই.এন.টি.টি.ইউ.সি.-র মাল ব্লক কমিটির ডাকে ওদলাবাড়ি বাজারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়। এদিন তৃণমূলের নেতা কর্মীরা দাবির ভিত্তিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে ওই বিক্ষোভে সামিল হয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেওয়া হয় স্লোগানও। আই.এন.টি.টি.ইউ.সি.-র নেতাদের বক্তব্য ই.পি.এফ. -এ সুদের হার কমানোয় চা-বাগানের শ্রমিকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়বে। আমরা কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করছি। তাই এদিন ওই অবস্থান বিক্ষোভ।