উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৪ ই মার্চ ২০২২ : সোমবার : চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক মাধ্যমিক ছাত্রীর। মালবাজার মহকুমার ওদলাবাড়ি চেল রেল সেতুর কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রীর নাম শ্বেতা চিক বড়াইক, বাড়ি ডামডিম রেল স্টেশন এলাকায়।
জানা গেছে, ডামডিমের গজেন্দ্র বিদ্যা মন্দিরের বেশ কিছু ছাত্র-ছাত্রী প্রতিদিনের মত সোমবারও ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। ডামডিম রেল স্টেশন থেকে এই ছাত্র-ছাত্রীরা ওদলাবাড়ি যাবার জন্য চ্যাংড়াবান্ধা প্যাসেঞ্জার ট্রেনে ওঠে। ডামডিম থেকে চ্যাংড়াবাধন্ধা প্যাসেঞ্জার ট্রেনে করে ওদলাবাড়ি আসার সময় ওদলাবাড়ি রেল সেতুর কাছে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই স্কুল ছাত্রীর। রেল সেতু থেকে প্রায় ৬০ ফুট নিচে নদীর চরে পড়ে। ঘটনা স্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর। খবর পেয়ে ঘটনা স্থলে আসে মালবাজার থানার এবং রেল পুলিশ। কি ভাবে মৃত্যু হল তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
ঐ ট্রেনে ছিলো মৃত ছাত্রীর বান্ধবী তুলসী বর্মন, সোনম ওড়াও। তাদের বক্তব্য, আমরা ট্রেনের একই কামরায় ছিলাম। শ্বেতা চিক বড়াইক বাথরুম গিয়েছিলো। এরপর রেল সেতুর নিচে পড়ে যেতে দেখি। এরপর ওদলাবাড়ি স্টেশনে নেমে ছুটে আসি। তবে এসে দেখি মারা গেছে স্বেতা। মৃতের বাবা অশোক চিক বড়াইক রেলের কর্মরত (গ্যান ম্যান)। তিনি জানান, প্রতিদিন এই ট্রেনে করেই ডামডিম থেকে ওদলাবাড়ি পরীক্ষা দিতে আসে মেয়ে। মাঝে মধ্যে আমার সাথে আসে পরীক্ষা কেন্দ্রে। আজ আমার ডিউটি থাকায়, ছেলের সাথে পরীক্ষা দিতে ট্রেনে আসে। জানা গেছে, ট্রেনের বাথরুমে যাবার সময় ট্রেন থেকে চেল নদীতে পরে গিয়ে মারায় যায় এই ছাত্রী। সমস্ত ঘটনা ক্ষতিয়ে দেখছে মাল থানার এবং রেল পুলিশ। ডামডিম গজেন্দ্র বিদ্যা মন্দিরের টিচার ইন চার্জ উৎস কর বলেন, এবার আমাদের স্কুল থেকে মোট ৭৮ জন ছাত্র-ছাত্রী ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে। কেউ বাসে আবার কেউ ট্রেনে করে ডামডিম থেকে ওদলাবাড়িতে পরীক্ষা দিতে আসে। আজ এই দুর্ঘটনায় আমরা মর্মাহত।