উত্তরবঙ্গ নিউজ : মালদা : ১৪ ই মার্চ ২০২২ : সোমবার : মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী মনসাতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের। আহত অন্তত ৩০ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি মালদা থেকে নালাগোলা যাচ্ছিল। সেই সময় রাজ্য সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে নেমে যায়। ধাক্কা মারে একটি গাছে। এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের বুলবুলচন্ডী হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।