উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৫ ই মার্চ ২০২২ : মঙ্গলবার : আমাদের শরীরের নানান যেমন অসুখ ও রোগ হয় তেমন মনেরও নানান ব্যাধি হয়। মানুষ বিকারগ্রস্ত হয়। বর্তমান সময়ে আধুনিক বিজ্ঞান সম্মত উপায়ে চিকিৎসক দ্বারা মানসিক রোগের চিকিৎসা হয় এবং রোগমুক্তি ঘটে। কিন্তু, এখনও আমাদের দেশে বহু মানুষ মানসিক রোগীদের হাসপাতালে না এনে ওঝার কাছে যায় অথবা ঝাড়-ফুক করে। এতে রোগমুক্ত না হয়ে বিপদ বাড়ে। এই প্রবনতা দূর করতে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর একাধিক উদ্যোগ নিয়েছে। জনপ্রিয় লোকগীতির মাধ্যমে মানুষকে এই বিষয়ে সচেতন করার উদ্যোগ নিয়েছে।
এই উপলক্ষে মাল ব্লকের ওদলাবাড়ি হাসপাতালে কলকাতা থেকে আগত লোক সঙ্গীত গায়িকা মৌসুমি চ্যাটার্জি ও সম্প্রদায়ের লোকেরা লোকগীতির মাধ্যমে বেশ কিছুক্ষণ হাসপাতাল চত্বরে আসা মানুষদের সচেতন করেন। হাসপাতালে আসা রোগী ও তাদের পরিবারের লোকজন এই অনুষ্ঠান উপভোগ করেন। পরে মৌসুমিদেবী বলেন, আমাদের শরীরের পাশাপাশি মনের নানান অসুখ হয়। কিন্তু অনেকে এতে বিভ্রান্ত হয়ে ওঝা সহ এদিক ওদিক যায়, এতে বিপদ হয়। এখন হাসপাতালে মানসিক রোগের চিকিৎসা হয়। মানুষ যাতে হাসপাতালে চিকিৎসার জন্য আসে সেই প্রচার করতেই এই অনুষ্ঠান।