উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৫ ই মার্চ ২০২২ : মঙ্গলবার : জল্পেশ ও জটিলেশ্বর মন্দিরে পূজো দিলেন দেবাংশু ভট্টাচার্য।
ঐতিহাসিক দুই মন্দিরে পূজা দিলেন তৃণমূল মুখপাত্র তথা যুব সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য। সোমবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দুই ঐতিহ্যবাহী শৈবতীর্থ ধামে পূজা দেন তিনি। জানা গেছে, এদিন দুপুরে উত্তরবঙ্গের শৈবতীর্থ ধাম জল্পেশে প্রথমে পূজা দিয়ে পরে জটিলেশ্বর মন্দিরে পূজা দেন। উপস্থিত ছিলেন, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, ময়নাগুড়ি ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ রায়, ময়নাগুড়ি ২ নম্বর ব্লক সভাপতি শিব শঙ্কর দত্ত, কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী, পুলিশ কর্মী রামমোহন রায় সহ অন্যান্যরা। পূজা দেওয়ার পর দেবাংশু ভট্টাচার্য জানান, গত বিধানসভা নির্বাচনের প্রচারে এসে তিনি সরকার পূনরায় ফিরিয়ে আনার জন্য মানত করেছিলেন। আজ তিনি সেই কারনেই ঐতিহ্যবাহী দুই মন্দিরে পূজা দিলেন।