উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৫ ই মার্চ ২০২২ : মঙ্গলবার : মালবাজার মহকুমার লাটাগুড়ি জঙ্গলের রাস্তায় দুর্ঘটনায় আহত দম্পতি সহ শিশু কন্যাকে নিজের গাড়িতে তুলে হাসপাতালে পৌঁছলেন জলপাইগুড়ি এস.পি. দেবর্ষি দত্ত। এস.পি.-র এই মানবিক কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন এলাকার মানুষসহ আহত দম্পতি। এরকম মানবিক ছবি খুব কম দেখা যায় বলে স্থানীয়দের দাবী। শুধু দম্পতির সাহায্য করলেন না এস.পি., সাথে হাসপাতালে পৌছে দিয়ে তিন জনের জীবন রক্ষা করলেন সাহসী দেবর্ষী দত্ত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মালবাজার মহকুমার লাটাগুড়ি থেকে বাতাবাড়িতে বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন বাতাবাড়ি পাড়ার বাসিন্দা মহম্মদ পিন্টু। নিজের বাড়ি ফেরার পথে গরুমারা জঙ্গলের মাঝে জাতীয় সড়কে হঠাৎ একটি বুনো হাতি তাদের বাইকের সামনে চলে আসে। জীবন বাচাতে তড়িঘড়ি বাইক থামাতে গিয়ে পিন্টু, স্ত্রী এবং শিশুটি রাস্তার ওপরে পরে যায়। সেই সময় জলপাইগুড়ি থেকে মালবাজার যাচ্ছিলেন এস.পি.। তখন এস.পি. দেখতে পান রাস্তার ওপরে পড়ে রয়েছে শিশুসহ তিনজন। এরপর এস.পি. গাড়ি থামিয়ে তিন জনকে নিজের গাড়িতে তুলে নেন। এরপর সোজা চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ্য করে তাদের বাড়ি পৌছে দেওয়া হয়। এব্যাপারে ভীত মহম্মদ পিন্টু বলেন, এস.পি. সেই সময় আমাদের সাহায্য না করলে আমাদের বড় বিপদ ঘটতে পারতো। এমনকি হাতি আক্রমণের মুখে পড়তে হতো। এস.পি. সাহেবের জন্যই আমরা আজ আমরা নতুন জীবন পেলাম। এর জন্য এস.পি. সাহেব কে ধন্যবাদ জানাই।