উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৫ ই মার্চ ২০২২ : মঙ্গলবার : আজ মাধ্যমিক পরীক্ষা শেষদিন। তাই এদিন পরীক্ষার শেষে পরীক্ষার্থীদের মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানালেন ক্রান্তির সমাজসেবী অরবিন্দ সিং এবং বাস মালিক রতন সাহা।
সমাজসেবী অরবিন্দ সিং বলেন, এই ছেলে-মেয়েরাই দেশের ভবিষৎ। গত কয়েকদিন থেকে এই ছাত্র-ছাত্রীরা ক্রান্তি ব্লকের কড়াইবাড়ি স্কুলে পরীক্ষা দিচ্ছিলো। সব পরীক্ষা শান্তিমত হয়েছে। বহুদিন পর এত ছাত্র-ছাত্রীরা এক সঙ্গে মিলিত হয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এটা যেমন ছাত্র-ছাত্রীদের আনন্দ, তেমনি আমাদেরও আনন্দ। কারন করোনাকে দূরে সরিয়ে আবার স্কুল মুখি ছাত্র-ছাত্রীরা। এই ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। বাড়ি ফেরার আগে প্রায় সাড়ে চারশো ছাত্র-ছাত্রীদের মিষ্টির প্যাকেট দেওয়া হলো। সকলের পরীক্ষা যাতে ভাল হয় সেই আশির্বাদও ছাত্র-ছাত্রীদের করেনদেন সমাজসেবী অরবিন্দ সিং এবং বাস মালিক রতন সাহা। পরীক্ষার শেষে এই ভাবে কেউ তাদের মিষ্টির প্যাকেট দেবে তা কল্পনাও করতে পারেনি ছাত্র-ছাত্রীরা। এর জন্য সমাজসেবী এবং বাস মালিককে ধন্যবাদ জানিয়েছে ছাত্র-ছাত্রীরা।