উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৫ ই মার্চ ২০২২ : মঙ্গলবার : সরকারি ভাবে ময়নাগুড়ি পেটকাটি এলাকায় আই.টি.আই. কলেজ স্থাপন হলেও দীর্ঘ দিন থেকে সঠিক ভাবে পঠন-পাঠন না হওয়ায় অভিযোগ উঠলো সোমবার। এদিন বেশ কিছু পড়ুয়া এই বিষয়ে সোচ্চার হয়েছে। এমনকি এই বিষয়ে ময়নাগুড়ির বিডিও এবং ময়নাগুড়ি থানায় লিখিতভাবে অভিযোগ জমা করে তারা। পড়ুয়াদের অভিযোগ, কলেজের ফি পুরোপুরি দেওয়া হলেও কোনো রকম পঠন-পাঠন হচ্ছে না সংস্লিষ্ট কলেজে। যার ফলে সমস্যায় পড়েছেন গ্রাম বাংলা থেকে উঠে আসা পড়ুয়ারা। তাই সঠিক ভাবে পঠন-পাঠনের দাবি তোলেন তারা। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র পলাশ সরকার জানায়, কলেজে দীর্ঘদিন থেকেই পঠন-পাঠন বন্ধ রয়েছে। শিক্ষকরা স্ট্রাইক করেছেন বেতন না মেলার কারনে। ফলে আমরা ছাত্ররা সমস্যায় পড়েছি। এই বিষয়ে কলেজের প্রিন্সিপালকে একাধিকবার জানালেও কোনো সুরাহা হয়নি। তাই আমরা ময়নাগুড়ি থানা এবং বিডিওর কাছে লিখিত ভাবে বিষয়টি জানাই। আরেক পড়ুয়া পবন দাস জানায়, আমরা প্রত্যেক বছরের ফি ঠিক সময়েই জমা করি। তারপরেও আমাদের পঠন-পাঠন ঠিক ভাবে হয়না। তাই আমরা অসহায় অবস্থায় রয়েছি।
জানা গেছে, ময়নাগুড়ি আইটিআই কলেজ সরকারি অনুমোদিত হলেও তার ম্যানেজমেন্ট করেন বেসরকারি একটি সংস্থা। তারাই এই কলেজের জন্য ১৩ জন শিক্ষককে নিয়োগ করেছেন। এমনকি তিনজন নো-ওয়ার্ক নো-পে এর ভিত্তিতেও কর্মী নিয়োগ করা হয়। কিন্তু দীর্ঘদিন থেকে নিযুক্ত শিক্ষকদের বেতন না দেওয়ার দরুন কোনো ভাবেই কলেজে আসছেন না শিক্ষকরা। ফলে অনিশ্চয়তার মুখে আই.টি.আই. কলেজের পঠন-পাঠন। কলেজের এক শিক্ষক বাপি রায় বলেন, আমি নো-ওয়ার্ক নো-পে তে আছি। আমরা দুজন আজকে এসেছি, ক্লাস করাচ্ছি। বাকি শিক্ষকদের বেতন নিয়ে কি সমস্যা আছে সম্ভবত সেই কারণে আসছে না। বাকি বিষয়টা কলেজের প্রিন্সিপাল বলতে পারবেন। এই বিষয়ে কলেজের প্রিন্সিপাল কল্যাণ অধিকারীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
অন্যদিকে এই বিষয়ে লিখিত ভাবে ময়নাগুড়ি থানার আইসি এবং বিডিওকে জানানো হলে তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। কলেজ পড়ুয়ারা বিষয়টি ময়নাগুড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদকেও জানায়। এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপায়ান বর্মন বলেন, বিষয়টি আমরা শুনলাম। এই বিষয়ে আমরা জেলা নেতৃত্বের সাথে আলোচনা করবো। প্রয়োজনে আমরা রাজ্য নেতৃত্বের সাথেও এই বিষয়ে কথা বলবো।