উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৫ ই মার্চ ২০২২ : মঙ্গলবার : শীতের দাপট শেষ হতেই গরম পড়তেই মশার উপদ্রব বেড়েছে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। আর এতেই সমস্যা দেখা দিয়েছে ওদলাবাড়ি এলাকায়।
মশার উপদ্রব বেড়ে যাওয়ার মুল কারন ড্রেনগুলো অপরিস্কার। তবে সব থেকে খারাপ অবস্থা ওদলাবাড়ি আদর্শ হিন্দি স্কুলের সামনে। দীর্ঘদিন ধরে স্কুলের সামনের ড্রেন পরিস্কার না হওয়ার কারনে মশার উপদ্রব বেড়েছে। বিশেষ করে এই ড্রেনের মধ্যেই বংশবিস্তার করছে মশা। ড্রেনের মধ্যে মশা গিজগিজ করছে। একদিকে মশা ভরে গেছে এইসব ড্রেনে। তার ওপর দুর্গন্ধে ভরে গেছে। বর্তমানে স্কুল খুলেছে, তা ছাড়া মাধ্যমিক পরীক্ষাও চলছে। প্রতিদিন নিয়মিত ছাত্র-ছাত্রীরা আসছে স্কুলে, তারপরও হুসনেই কারো। এব্যাপারে এলাকার পঞ্চায়েত সদস্য সৈদার রহমান বলেন, কেবল মাত্র শীত গেলো। শীতের সময় মশা সে রকম ছিলো না। তাই তখন ড্রেন পরিস্কার হয় নি। তবে গড়ম পরতেই মশার উপদ্রব বেড়েছে। এর মধ্যেই সব ড্রেন পরিস্কার করা হবে। মশা উপদ্রব ছাড়াও স্কুল সামনে ময়লা আবর্জনায় ভরে গেছে। দিনে বা রাতে স্কুলের সামনে কে বা কাহারা নোংড়া ফেলছে। এছাড়া স্কুলের সামনে চলছে অবৈধ গাড়ি পার্কিং। এসব বন্ধ করার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। গ্রাম পঞ্চায়েতের সদস্য, এব্যাপারে ব্যবস্থা নেওয়ার আস্বাস দিয়েছেন।