উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৫ ই মার্চ ২০২২ : মঙ্গলবার : দীর্ঘ প্রায় দুই বছর পরে বিদ্যালয়ের আঙিনায় ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিলো। আজকে ছিল এবছরের মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। পরীক্ষার শেষ দিনে শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী সকলেই খুশি। সেই মতো ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা পেন্দা মোহাম্মদ হাই স্কুলে সুষ্ট ভাবে সম্পন্ন হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চেংমারী ডাবলু, এম. ই. বিদ্যালয়ের ৩৩৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষার শেষ দিনে ছাত্র-ছাত্রীরা জানালেন, খুব ভালো পরীক্ষা হয়েছে এবং রাজাডাঙ্গা পেন্দা মোহাম্মদ হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ব্যবহারে তারা খুবই খুশি। বিদ্যালয়ের শিক্ষক মানব সাহা জানালেন, দীর্ঘ প্রায় দুই বছর পরে মাধ্যমিক পরীক্ষা আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো, করোনা বিধি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে, সুষ্ট ভাবে পরীক্ষা সম্পূর্ণ হওয়াতে তিনি ছাত্র-ছাত্রী এবং পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানালেন। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সাকিল আহমেদ বলেন, আমি পরীক্ষা শেষে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলি তারা বলেন যে, বিদ্যালয় শিক্ষক-শিক্ষিক্ষা খুবই ভালো ব্যবহার করেছে, আমার খুবই গর্ব লাগছে শিক্ষক-শিক্ষিকাদের প্রশংসা শুনে। পরীক্ষা সুস্থ ভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের তৎপরতা ছিলো যথেষ্ট।