উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৫ ই মার্চ ২০২২ : মঙ্গলবার : সোমবারের পর মঙ্গলবার ফের বিক্ষোভে সামিল হলো ময়নাগুড়ি পেটকাটি আই.টি.আই. কলেজের পড়ুয়ারা। ময়নাগুড়ি থানার আইসি এবং বিডিও কে অভিযোগ পত্র জমা দেওয়ার পর ফের মঙ্গলবার বিক্ষোভের সামিল হল কলেজ পড়ুয়ারা।
তাদের অভিযোগ দ্রুত পঠন-পাঠন এবং তাদের ইউনিফর্ম প্রদানের বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এছাড়াও এদিন কলেজে আসা দুই শিক্ষককে তারা তালাবন্ধ করে রাখেন। যতক্ষণ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কিংবা সরকারি কোন আধিকারিক ঘটনাস্থলে আসছেন ততক্ষণ পর্যন্ত এই তালা বন্ধ থাকবে বলে জানান পড়ুয়ারা।
এরপর কলেজ থেকে মিছিল করে ময়নাগুড়ি থানায় আসেন তারা। সেখানে এসে ময়নাগুড়ির আইসি তমাল দাসের সাথে কথা বলেন। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন পড়ুয়াদের। তিনি পড়ুয়াদের সামনেই কলেজের প্রিন্সিপাল সহ বিভিন্ন দফতরে ফোন করে বিষয়টি দেখার কথা বলেন। এমনকি আগামী সোমবারের মধ্যে সমস্যা সমাধানের কথা জানান। এই বার্তা পেয়ে আপাতত বিভিন্ন কর্মসূচি স্থগিত রাখবেন আই.টি.আই. কলেজ পড়ুয়ারা। তারা জানান, আগামী সোমবার পর্যন্ত আমরা দেখবো। এরপর আইসি সাহেব যে ভাবে বলবেন সেই ভাবে আমরা বিষয়টি দেখবো।