উত্তরবঙ্গ নিউজ : মালদা : ১৫ ই মার্চ ২০২২ : মঙ্গলবার : টিসু কালচার কলার ক্ষেত্র প্রতি বছরই বেড়ে চলেছে জেলায়। এই চাষ করে চাষিরা ভালোই লাভের মুখ দেখতে পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।
সংশ্লিষ্ট দপ্তরের উপ অধিকর্তা সামন্ত লায়েক জানাচ্ছেন, জি-৯ প্রজাতির কলা অত্যন্ত উচ্চমানের। বিদেশেও এই কলার চাহিদা রয়েছে। কয়েক বছর ধরে মালদায় এই প্রজাতির কলাচাষ হচ্ছে। এবছর আমরা জেলায় ১০০ হেক্টর জমিতে এই প্রজাতির কলার চাষ করছি। জেলার ৬৫০ জন কৃষককে চাষের আওতায় আনা হয়েছে। কৃষকরা বিদেশেও এই কলা রপ্তানি করতে পারবেন। তাতে তাঁরা ভালোই লাভের মুখ দেখতে পাবেন।