উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২০ শে মার্চ ২০২২ : রবিবার : ময়নাগুড়ি দোমহানী-২ এর ২ নং গ্রাম পঞ্চায়েতের কুমারপাড়া এলাকায় রণদেব পালের রণদীপ পালের বাড়িতে এক নিকট আত্মীয়র মধ্যে, কথা কাটাকাটি হয় তাদের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির পর হাতাহাতি রূপ নেয় এবং অভিযুক্ত কারি তাদের প্রাণনাশ এবং ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। পরে রাত সাড়ে এগারোটা নাগাদ অভিযুক্তরা রণদীপের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। রণদীপের বাড়ি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়। বাড়ির লোক এবং প্রতিবেশিরা জল দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এই অবস্থায় রণদীপ বাবু ঘরে থাকা ৪০ হাজার টাকা ও কিছু গয়না সহ ঘর ঘরের আসবাবপত্র সমস্ত পুড়ে যায়। এই অবস্থায় রণদীপ বাবু দিশেহারা হয়ে পড়ে।
রবিবার সকালে রণদীপ বাবু ময়নাগুড়ি থানায় এফআইআর করেন বলে জানান। রণদীপ বাবুর ভাই বাসুদেব পাল জানান, আমাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে এটা যেন অন্য কারো সঙ্গে না ঘটে। আমাদেরকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য ছিল। যদিও ভগবানের ইচ্ছায় বেঁচে গেছি। আমরা এ ব্যাপারে পুলিশের কাছে আবেদন করি, সম্পূর্ণ ব্যাপার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
