উত্তরবঙ্গ নিউজ : দক্ষিণ দিনাজপুর : ২১ শে মার্চ ২০২২ : সোমবার : কলকাতায় এ.আই.এস.এস.কে. কারাটের ন্যাশনাল টুর্ণামেন্টে গঙ্গারামপুরের স্বর্ণ মুকুটে এক নতুন পালক সংযোজন হল। কলকাতার প্রাইভেট রোডে এই ন্যাশনাল টুর্নামেন্ট হয়। সেখানে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে তিনজন কারাটের ছাত্রীরা অংশগ্রহণ করে। তারা টুর্নামেন্টের পর পুরস্কৃত হয়ে জেলা সহ গঙ্গারামপুরের নাম উজ্জ্বল করেছে।
জানা গেছে, গঙ্গারামপুর শহরের পরিচিত প্রশিক্ষক সমীর দত্তের ছাত্রী তারা। জেলা দক্ষিণ দিনাজপুর সহ গঙ্গারামপুরের স্বর্ণ মুকুট ফের আরও এক নতুন পালক সংযোজন হলো। ক্যারাটে বিজয়ী পুরস্কার প্রাপ্ত ছাত্রীরা হলো, আনুষ্কা বসাক অরেঞ্জ বেল্ট ফাইটিংএ প্রথম প্রাইজ গোল্ড, শ্রেয়শী সরকার কাতা সিলভার, দেবাংশি দাস ফাইটিংএ সিলভার। এই তিন ছাত্রী গঙ্গারামপুরের প্রশিক্ষক সমীর দত্তের একনিষ্ঠ বলে জানা গেছে। প্রসঙ্গত, গঙ্গারামপুরের প্রশিক্ষক সুপরিচিত সমীর দত্তের নাম রয়েছে জেলা জুড়ে। বরাবরের মতো এবারও জেলা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে ক্যারাটে টুর্ণামেন্টে খেলতে গিয়ে পুরস্কার পেয়ে গঙ্গারামপুর বাসীদের মুখ উজ্জ্বল করল। ভবিষ্যতে এরকম আরও টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে ক্যারাটের ছাত্র-ছাত্রীরা জানালেন সমীরবাবু। ক্যারাটে টুর্ণামেন্টে পুরস্কার পাওয়ার পর গঙ্গারামপুরের ছাত্র-ছাত্রী সহ প্রশিক্ষক সমীর দত্ত সহ অভিভাবকরা আনন্দিত।

