উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২১ শে মার্চ ২০২২ : সোমবার : অবশেষে সোমবার মাল পুরসভায় নব নির্বাচিত চেয়ারম্যান স্বপন সাহা এবং ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুরী সহ তৃণমূল কাউন্সিলাররা প্রবেশ করলেন। সোমবার দুপুরে মাল কলোনি মাঠ থেকে একটি বিশাল র্যালী বেরিয়ে শহর পরিক্রমা করে মাল পুরসভায় হাজির হয় কাউন্সিলরেরা। একটি হুডখোলা জিপে ছিলেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এদিন সবাইকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন চেয়ারম্যান স্বপন সাহা বলেন, মানুষ আমাদের দু’হাত ভরে আশীর্বাদ করেছেন। আমরা আবার পুরসভায় আসায় আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আমাদের দায়িত্ব নিয়ে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। এই মুহুর্তে মালবাজার শহর এলাকায় জলের স্তর অনেক নিচে নেমে গেছে। তাই পানীয় জল নিয়ে আমাদের ভাবতে হবে। আশা করা যাচ্ছে আমরা বাড়ি বাড়ি পানীয় জল সব এলাকায় পৌঁছে দেবো।
আজই চেয়ারম্যানের কক্ষে কিছু জরুরি বিষয় নিয়ে কাউন্সিলারদের সঙ্গে প্রথম সভা হয়। এদিকে প্রথমদিনই তৃণমূলের চার কাউন্সিলার পুলিন গোলদার, অজয় লোহার, দোলা সিন্হা, মনিকা সাহা এবং বিজেপির কাউন্সিলার সুশান্ত সাহা অনুপস্থিত থাকায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে জিজ্ঞেস করলে পুলিন গোলদার বলেন, আমাদের জানানো হয়নি। আমাদের এক সঙ্গে মানুষের জন্য কাজ করতে হবে।