উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২৪ শে মার্চ ২০২২ : বৃহস্পতিবার : ময়নাগুড়ির পশ্চিমপাড়া দুর্গাবাড়ি মঞ্চে ওমেন পাওয়ার টিম এর পক্ষ থেকে শুরু হলো এক্সিবিশন। বৃহস্পতিবার এই এক্সিবিশেনের উদ্বোধন হয়।
উদ্বোধন করেন ময়নাগুড়ি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুহিনকান্তি চৌধুরী। এদিনের এই এক্সিবিশেন ময়নাগুড়ির বিভিন্ন মহিলারা তারা তাদের হাতের তৈরি কাজ তুলে ধরেন। সেখানে মানুষ তা দেখছেন এবং পছন্দ হলে তা কিনেও নিচ্ছেন। মহিলাদের নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর করার উদ্দেশ্যেই এই এক্সিবিশন বলে জানান, ওমেন পাওয়ার টিম এর সদস্যা ঈশিতা দাস। তিনি আরও জানান, আমাদের এই মেলা তিনদিন ব্যাপী চলবে। সর্ব সাধারণের জন্য বিকেল থেকেই খোলা থাকবে মেলা।