উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২৫ শে মার্চ ২০২২ : শুক্রবার : পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ এর উদ্যোগে ও ক্রান্তি পঞ্চায়েত সমিতির পরিচালনায় মাল, মেটেলি, নাগরাকাটা ও ক্রান্তি ব্লক সমূহের ৩৩ তম ভাওয়াইয়া প্রতিযোগিতা ক্রান্তি ব্লকের দেবীঝোরা হাইস্কুলের শুভ উদ্বোধন হল।
অনুষ্ঠানটির শুভ সূচনা করলেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ও বিশিষ্ট সমাজসেবী মেহেবুব আলম। শুরুতেই অতিথিদের ব্যাজ এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, সমাজসেবী মেহেবুব আলম, জেলা পরিষদ সদস্য কৃষ্ণা রায় ভাওইয়া প্রতিযোগিতায় উদ্দেশ্য বক্তব্যর মাধ্যমে তুলে ধরেন। ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় জানালেন, মাল, মেটেলি, নাগরাকাটা এবং নবগঠিত ক্রান্তি ব্লক সমূহের ৩৩ তম ভাওইয়া প্রতিযোগিতা শুভ আরম্ভ হল। মোট.৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী রাজ্য স্তরের অংশগ্রহণ করবেন। দুইটি বিভাগে অনুষ্ঠিত হইবে প্রতিযোগীতা। একটি হোলো দরিয়া এবং অপরটি চটকা বিভাগের প্রতিযোগিতা হইবে। বিশিষ্ট সমাজসেবী মেহেবুব আলম বলেন, গ্রাম বাংলার রাজবংশী সম্প্রদায়ের পিছিয়ে পড়া শিল্পীদের প্রতিভাকে সুযোগ করে দেওয়ার এহেন উদ্যোগকে মমতা ব্যানার্জি’কে ধন্যবাদ জানান। ক্রান্তির বি.ডি.ও. প্রবীর কুমার সিন্হা অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।

