উত্তরবঙ্গ নিউজ : মালদা : ২৫ শে মার্চ ২০২২ : শুক্রবার : কোভিড বিষয়ে টিকাকরণ কর্মসূচি সাফল্যের সাথে মালদা জেলা প্রথম থেকেই করে আসছে। প্রথমে ১৪ থেকে ১৮ বছর বয়সে টিকাকরণ কর্মসূচি হয়ে যাওয়া সমাপ্ত হওয়ার পর আবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাক্সিনেশন টিকাকরণ কর্মসূচি জেলা জুড়ে শুরু হয়েছে।
ইংরেজবাজার পৌরসভা,পুরাতন মালদা পৌরসভা সহ জেলার বেশকিছু ব্লকে টিকাকরণ কর্মসূচি শুরু হয়ে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা ছিল ফলে সে ক্ষেত্রে প্রথম দিকে তেমন জোর দেওয়া হছিল না। তবে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি জোর দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সি.এম.ও.এইচ.-৩ (CMOH-3) ডক্টর সব্যসাচী চক্রবর্তী জানান, যে ভাবে ভ্যাক্সিনেশন কর্মসূচি প্রতিদিন চলছে তাতে বোঝা যাচ্ছে মানুষের মধ্যে কোভিড ভ্যাকসিনেশনের সম্পর্কে সচেতনতা গড়ে উঠেছে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের এই টিকা নেওয়া খুব দরকার বলেই তাদের অভিভাবকরা এই বিষয়ে এগিয়ে আসছেন। ১২ থেকে ১৪ বছর বয়সের ১ লাখ ৫৩ হাজার জনের টিকাকরণ কর্মসূচি জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নেওয়া হয়েছে।