উত্তরবঙ্গ নিউজ : মালদা : ২৫ শে মার্চ ২০২২ : শুক্রবার : মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও বামনগোলা থানার পক্ষ থেকে সেফ-ড্রাইভ সেভ-লাইফ কর্মসূচি করা হয়।
বামনগোলা থানার তরফে বামনগোলার মুদিপুকুর গ্রামীন হাসপাতালে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটি সেভ-ড্রাইভ সেভ-লাইফ নিয়ে ট্রেনিং কর্মসূচি করা হয় মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে। এদিনের এই কর্মসূচিতে থানার আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ারদের সাথে নিয়ে নিরাপত্তা বার্তা নিয়ে পথসভা করা হয়। একটি মিছিল করে মুদিপুকুর গ্রামীণ হাসপাতাল থেকে শুরু হয় গোটা এলাকা পরিক্রমা করে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এরপর সেভ-ড্রাইভ সেভ-লাইফ নিয়ে কি ভাবে রাস্তায় অ্যাকসিডেন্ট হলে কি ভাবে প্রাথমিক চিকিৎসা করা হয় সেই সব বিষয়ে আলোচনা করা হয় এই কর্মসূচিতে। এদিন এখানে উপস্থিত ছিলেন চিকিৎসক ডঃ সুদীপ কুন্ডু বি.এম.ও.এইচ. বামনগোলা, এস.আই. বিশ্বজিৎ গুহ বামনগোলা থানা, এ.এস.আই. সঞ্জয় সরকার, ডক্টর যুগান্তর বোস সহ অন্যান্য আধিকারিকরা।