উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২৯ শে মার্চ ২০২২ : মঙ্গলবার : বিভিন্ন কেন্দ্রিয় ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন মালবাজার ব্লকে ধর্মঘটের প্রভাব পড়ল না।
মঙ্গলবার সকালে শহরের কিছু দোকান বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দোকান খুলতে শুরু করে। রাস্তায় বেসরকারি বাস কম চললেও সরকারি বাস ছিলো পর্যাপ্ত। এদিন রাস্তার মাঝে বন্ধকারীদের ঝান্ডা থাকলেও রাস্তায় বন্ধ সমর্থক বা বন্ধ বিরোধী কাউকেই সে ভাবে দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষার্থে সারা শহর জুড়েই পুলিশি নজরদারি দেখা গেছে। যে হেতু সোমবার সামান্য হলেও দোকানপাট বন্ধ ছিলো কিন্তু মঙ্গলবার বেলা বাড়ার সাথে সাথে দোকান বাজার খুলতে শুরু করেছে ওদলাবাড়ি, ডামডিম, বাগ্রাকোট এলাকায়।